Search This Blog

Wednesday, April 29, 2015

কবীর সুমনের একটি বিখ্যাত গানের লিরিক্স

“অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোন দাবী দাওয়া
এই নশ্বর জীবনের মানে, শুধু তোমাকেই চাওয়া
মুহূর্ত যায় জনমের মত, অন্ধ জাতিস্বর
হত জন্মের ভুলে যাওয়া স্মৃতি, বিস্মৃত অক্ষর
ছেঁড়া তালপাতা পুঁথির পাতায়, নিঃশ্বাস ফেলে হাওয়া
এই নশ্বর জীবনের মানে, শুধু তোমাকেই চাওয়া

কাল ক্যেউটের ফনায় নাচছে, লক্ষীন্তরের স্মৃতি
বেহুলা কখনো বিধবা হয় না, এটা বাংলার রীতি
ভেসে যায় ভেলা এবেলা-ওবেলা, একই শব্দ বুনিয়ে
আগেও মরেছি আবার মরবো, প্রেমের দিব্যি দিয়ে
জন্মেছি আমি আগেও অনেক, মরেছি তোমারই কোলে
মুক্তি পাইনি শুধু তোমাকেই, আবার দেখবো বলে
বার বার ফেলে এসেছি আমরা, এই পৃথিবীর টানে
কখনো ডাঙোর কখনো কোপাই, কপোতাক্ষর গ্রামে
ঘাঙর হয়েছে কখনো কাবেরী, কখনোবা মিসিসিপি
কখনো রাইন কখনো কঙ্গ, নদীদের স্বরলিপি
স্বরলিপি আমি আগেও লিখিনি, এখনো লিখিনা তাই
পথে মুখে ফেরা মানুষের গানে, শুধু তোমাকেই চাই
তোমাকে চেয়েছি ছিলাম যখন, অনেক জন্ম আগে
তথাগত তার নিঃসঙ্গতা, দিনের অস্ত রাগে
তারেই করুনায় ভিক্ষারীনি তুমি, হয়েছিলে একা একা
আমিও কাঙাল হলাম, আর এক কাঙাল দিলে দেখা
নতজানু হয়ে ছিলাম তখনো, এখনো যেমন আছি
মাধুকরী হও নয়ন মোহিনী, স্বপ্নের কাছাকাছি
ঠোঁটে ঠোঁট রেখে ব্যরিকেড পড়ো, প্রেমের পদ্যটাই
বিদ্রোহ আজ চুমুর দিব্যি, শুধু তোমাকে চাই
আমার স্বপ্নে বিভোর হয়েই, জন্মেছ বহুবার
আমি ছিলাম তোমার কামনা-বিদ্রোহ চিৎকার
দুঃখ পেয়েছ যতবার, যেন আমায় পেয়েছ তুমি
আমি তোমার পুরুষ, আমি তোমার জন্মভূমি
যতবার তুমি জননী হয়েছ, ততবার আমি পিতা
কত সন্তান জ্বালাল প্রেয়সী, তোমার আমার চিতা
বার বার আসি আমরা দুজন, বার বার ফিরে যাই
আবার আসবো আবার বলবো, শুধু তোমাকেই চাই

আবার আসবো আবার বলবো, শুধু তোমাকেই চাই”…….কবীর সুমন(কলকাতা)

No comments:

Post a Comment