Search This Blog

Thursday, April 2, 2015

আমার ব্লগের উপশিরোনাম

পশুই কখনোই মিথ্যে বলে না, কিন্তু মানুষ মিথ্যেকে সৃজনশীলতার রুপে নিয়েছে, সাদাকে- সাদা,কালোকে-কালো, ভালকে-ভাল, মন্দকে-মন্দ বলতে যদি এতই ভয়, তবে নিজেকে পশু পরিচয় দিতে ভয় কোথায়? গ্রাফ পেপারে নিজের সারাদিন বলা মিথ্যে গুলোকে ছকে আঁকা হলে যে উর্দ্ধমুখী ঢাল পা্ওয়া যাবে, যার উৎপত্তি বিন্দুর স্থানাঙ্ক হবে কেমন আছ? ! “ভাল আছি”(মিথ্যে কথা)”

No comments:

Post a Comment