Search This Blog

Thursday, April 16, 2015



আমার পোষা তিনটি খরগোশ ছানা, দেখলেই আদর করতে ইচ্ছে করবে, ওরা হিংসে, বিদ্বেষ, ঘৃণা, প্রেম, ভালবাসা, প্যাকেজ ভাললাগা এগুলোর কিছুই বোঝে না শুধু খাবার দিলেই খেয়ে একটু এদিক ওদিক ঘোরাফেরা করে আবার ঘুমিয়ে পরে, ওরাই আমার একাকিত্বের আধারে এক ফালি আনন্দময় চন্দ্রালোক। ওরাও আমার কাছে আনন্দ খোঁজে,     তবে সময়-দিনক্ষণ-চোখের আড়াল-কারো সাথে যাচাই বাছাই করে নয়...একদম নিজের ভাললাগা করে। ওরা ভাললাগা লেনদেন করতে শেখেনি, ওরা প্যাকেজ ভাললাগা শেখেনি, ওরা সময়ের ব্যবধানে নিজেকে নতুন করে আবিষ্কার করতে শেখেনি, নতুন নতুন প্রেম খুজে বেড়াতে শেখেনি.........................ওদের ছেড়ে দিলেও ওরা আমার কাছেই ফিরে আসবে কিন্তু যে কখনোই আমার ছিল না সে ফিরে আসে কেমন করে?

No comments:

Post a Comment