অঞ্জন দাদার গানে গানেই বসন্তের এই ক্ষনে
আমার প্রথম পোষ্ট............................
আজ হোক না রং ফ্যাকাশে
তোমার আমার আকাশে
চাঁদের হাসি যতই হোকনা
ক্লান্ত
বৃষ্টি নামুক নাই বা নামুক
ঝড় উঠুক নাই বা উঠুক
ফুল ফুটুক নাই বা ফুটুক
আজি বসন্ত……………..
হতেও পারে আমাদের এই গান কেউ
রাখবেনা মনে করে
হারিয়ে যাবো আমরা সময়ের
অগোচরে
হতে পারে এটাই শুধু ভালবাসার
ভরা বিশ্বাস
হয়ে যেতেও পারে এটাই আগামীর
ইতিহাস
দিনটা হোকনা যতই মেঘলা
ঘরে থাকবোনা পরে একলা
চলো বেড়িয়ে পরি যেদিকে দুচোখ
যায়
কেউ জানুক নাই বা জানুক
কেউ মানুক নাই বা মানুক
আমি লিখবো স্বপ্ন আমার
কবিতায়
যে যা বলে বলুক
গান চলুক নাই বা চলুক
হোকনা সময় যতই ভারাক্রান্ত
বৃষ্টি নামুক নাই বা নামুক
ঝড় উঠুক নাই বা উঠুক
ফুল ফুটুক নাই বা ফুটুক
আজ বসন্ত……………..
No comments:
Post a Comment