অতৃপ্ত আত্নচিৎকার
মাঝে মাঝে নিজেকে বিনির্মাণ
করতে ইচ্ছে করে,
ইচ্ছে করে,
নিজেকে বানিয়ে ফেলি আজন্ম
জাতিস্বর
ইচ্ছের হাওয়া থেমে থাকে না,
মাঝে মাঝে গোত্তা খেয়ে
খেই হারিয়ে থেমে যায় যখন-
কিছু মুখ-কিছু অপূর্ন অবয়বকে
দেখে-
ইচ্ছেরা প্রতিবাদ করে;
পথের ধারে কোন প্রতিবন্ধীর
প্রতিবন্ধকতা দেখে, যা তার আত্ন সৃষ্ট নয়;
ইচ্ছেরা হাসপাস করে
কোন যুবতীর স্তনযুগল দেখে;
কিংবা ঐ দুখন্ড মাংস পিন্ডকে
কল্পনায় একেঁ;
ইচ্ছে গুলি কিলবিল করে থেকে
থেকে
যুবতির পেছনে হেঁটে যাওয়া বাবার ভ্রু
কুঁচকানো কপাল
যেখানে কন্যাদায়গ্রস্থ পিতার
চিরায়ত মানচিত্রের অবয়ব খচিত;
ইচ্ছেরা নিঃশ্বাস ফেলে
কোন নারীর নিশিথ প্রতিক্ষায়;
বাবা কাজে গেছে বলে মেয়েকে
কোনমতে জলখাবারে
ভুলিয়ে রেখে ঘুম পাড়ানোর
মিথ্যে আশ্রয়ের প্রহসনে;
ইচ্ছেরা নিঃশব্দে কাঁদে
সন্তান বড় হলে, বৃদ্ধ বাবা-মার নিঃসঙ্গতায়;
নিজের আকুতি শোনার শ্রোতা
মেলা ভার ভেবেও
যাঁরা থাকে সন্তানের কথা শোনার প্রতিক্ষায়;
ইচ্ছেরা ব্যকুল হয়
যখন প্রবল আকাঙ্খা থাকার পরও
নিজের শক্ত ব্যমোটাকে সারাতে
পারেনা
কোন এক নিভৃত গ্রামের বৃদ্ধা
তার
একাকিত্বের মাঝে বরন করে মরণ
যন্ত্রনাকে;
সমস্ত ভাষায় ইচ্ছেরা বেঁচেও,
মরে বার বার
আর ইচ্ছে করে না নিজেকে সুখী
করে দেখার......
No comments:
Post a Comment