Search This Blog

Sunday, April 5, 2015

আমাদের আবুল হোসেনদের সংসার

ছোট বেলা থেকেই অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দু পা অকেজো হয়, মা-বাবা মারা যাবার পরই সংসারের ঘানি টানতে টানতে জীবনের ৫৯টি বসন্ত পার করে এসেছেন। শ্রমজীবি হিসেবে আবুল হোসেন একজন সফল মানুষ। সারাদিন অন্যের বাড়িতে শ্রমবিক্রি করে বাশঁ, বেত, গোখাদ্য তৈরি সংশ্লিষ্ট কাজের বিনিময়ে পান ২০০-২৫০টাকা, তা দিয়ে ৫জনের সংসার কোন রকমে চলে যায়। সখের বশেই কোন এক বড় কর্মকর্তার বিয়ের ঘটকালী করেই ঘটক নামক অতি পরিচিত একটি পেশায় নিজেকে যুক্ত করেন। কুড়িগ্রাম রেলস্টেশনের নতুন শহরের এই পরিচিত মানুষটি কখনো কারো কাছে সহযোগীতা বা সাহায্য প্রার্থনা করেননি বরং তিনি যখন রাস্তায় বের হন তখন অনেকেই ভিক্ষুক ভেবে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বলে, তার বাহনের সামনে নিজের পরিচয়টা লিখে এভাবেই তিনি ঘুরে বেড়ান শহর-গঞ্জ-গ্রামে। সংসার নামন পার্থিব খেলায় তিনি যুক্ত করেছেন ২৩২টি পরিবারের শুভ সূচনা


………………………………কুড়িগ্রাম চিরকুমার সংঘের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই!

No comments:

Post a Comment