বিড় বিড় করে বলা অনুগল্পগুলো
মনে মনে জিয়ে রাখা অনুগল্পগুলো
অনুগল্প - ০১ আমার ছোটবেলায় এরকম হতো, হঠাৎ ঘুম ভাঙ্গার পর খানিক সময় লাগতো যে, এখন কোথায় আছি? স্কুল জীবনে কোন কঠিন পরীক্ষার আগের রাতে মোটামুটি কম ঘুম হতো, হঠাৎ ঘুম ভাঙ্গার পর ভোর রাতে জেগে উঠেই দেখতাম কিছ্ছুই মনে নেই। মেসে থেকে পড়াশুনা করতে হয়েছিল বলে কলেজ ছুটিতে গ্রামে ফিরলে হঠাৎ মায়ের ডাকে ঘুম ভাঙ্গার পর মনে হতো বুয়া ডাকছে, সময় লাগতো নিজেকে ফেরাতে যে, আমি কলেজে না বাড়ীতে আছি। গত শুক্রবার সকালে উঠে বেশ গম্ভীর ভাবে হাটাহাটি করে দাঁতব্রাশ করার সময় চোখ পরলো পত্রিকা স্ট্যানে। হকার সবে মাত্র পত্রিকা দিয়ে গেছে, কেউ এখনো ভাঁজ খোলেনি। প্রথম আলো। চিত্রসমেত শিরোনাম দেখে আঁতকে উঠলাম “ওমা একি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে আছি?” মদ্যপ অবস্থায় শিশুকে গালি ও গুলি করলো সয়ং সাংসদ!!! ০৩/১০/২০১৫খ্রি:
অনুগল্প - ০২ কয়েকদিন আগে গণমাধ্যমে দেখলাম শয়তান কে ঢিল ছুড়তে গিয়ে, মিনায় বহু হাজীর প্রাণ গেলো !!! তবে কি শয়তান………………!? (৫৭ ধারায় মামলা হতে পারে তাই শুণ্যস্থানে কিছু লিখলাম না) ০১/১০/২০১৫খ্রি:
অনুগল্প - ০৩ অফিসে চোখে পড়ার মত লম্বা চওড়া বস। স্বাস্থে মাশাল্লাহ বোয়াল ভোজী। তাঁর বিরুদ্ধে বলার সাহস নেই কারো। বস তো এরকমই হয়। কোন সহকর্মীর বিদায় অনুষ্ঠানে উপস্থিত হই বা না হই, কোন গুনাগুন করি বা না করি বসের বিদায়ে বলতে শুনি “আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের বসের মতো ভাল বস আর কোথাও পাবেন না, ইনিই আমাদের দেখা শ্রেষ্ঠ বস”(বক্তব্যের শুরু ও শেষ একই থাকে)
No comments:
Post a Comment