Search This Blog

Wednesday, April 1, 2015

চিকিৎসার চিত্রলেখ ও দস্যুতাময় শর্টহ্যান্ড

 চিকিৎসার চিত্রলেখ ও  দস্যুতাময় শর্টহ্যান্ড....

গত কয়েকদিন থেকে আমার এক নিকটাত্বীয়ার মেয়ের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারনে বেলা অবেলায় আমার যাতায়ত ছিল সদর হাসপাতালের অলিগলিতে। একটি ভিন্ন রকম অভিজ্ঞতার বিষয় আমার কাছে খটকা লেগেছে তাই শেয়ার করলাম। যে ডাক্টার শিশুটিকে  প্রথম দেখলেন তিনি কোন রকম পরীক্ষানিরীক্ষা ছাড়াই বললেন রংপুর  এ নিতে। একটু কাছে এসে যদি হাতটা বা চোখটা ধরে এদিক ওদিক করে দেখতেন তাও একটা শান্তনা পেতাম । যাই হোক তারপরও শিশুটির অবস্থার কথা ভেবে আমি কুড়িগ্রাম সদর হাসপাতালেই রেখে গেলাম। কিছুক্ষণ পর এসে দেখি ডাক্টার একগাদা ঔষদের চিত্রলেখ/শর্টহ্যান্ড নোট ব্যবস্থাপত্রে লিখে দিয়ে গেছেন। যা দেখে আমি তো দুরের কথা ঐ ওয়ার্ডের সয়ং নার্সও বুঝতে  পারছিল না । রীতিমত ব্যবস্থাপত্রে চোখ বুলাতে বুলাতে নার্স অবশেষে মুঠোফোনে চিকিৎসকের স্মরনাপন্ন হলেন এবং একটি চিরকুটে লিখে দিয়ে বললেন ওমুক দোকানে গেলে পাবেন। যথা নিয়মে ভদ্রতার সাথে ঐ চিরকুট খানা গ্রহণ করে আমি তার কথা মতো অমুক দোকানে গিয়ে (বাবার ভদ্র ছেলেটির মতো )
ঔষদ গুলো সংগ্রহকালিন পরলাম আর এক বিপদে। কোন এক কোম্পানির বিক্রয় প্রতিনিধি আমার হাত থেকে কোন কিছু বুঝে ওঠার আগেই ব্যবস্থাপত্রের ছবি তুলে নিলেন। মনে হয়েছিল না জানি কোন বিপদে পরেছি । যাহোক  আমাদের ডাক্টার বাবুগণ যদি একটু স্বহৃদয়বান হয়ে চিকিৎসার ব্যবস্থাপত্র গুলো একটু Capital letter এ লিখতেন তাহলে হয়তো সকলের কাছে বোধগম্য হতো । বেশ কয়েক বছর আগে এরকম একটি ভার্চুয়াল অান্দোলনও হয়েছিল। এখন বোধ হয় আরও একটি অান্দোলনের ডাক ‍দিতে হবে। ঔষদ দস্যুতার বানিজ্যিকিকরন ও এর প্রকাশ্যে ন্যংটামো দৌড়াত্ব বন্ধ না করলে কয়েক মুহূর্তই অপেক্ষা করতে হবে আপনার আমার অসুস্থতার সুযোগে লুফে নেয়া তাদের বানিজ্যিক লালসার নামে অপচিকিৎসার মৃত্যুর মিছিলের পরিসংখ্যান বৃদ্ধির সমীকরনে। “Capital letter ই হোক বানিজ্যিক ডাক্টারের বানিজ্যিক ব্যবস্থাপত্রের ভাষা।” 

2 comments:

  1. পশুই কখনোই মিথ্যে বলে না, কিন্তু মানুষ মিথ্যেকে সৃজনশীলতার রুপে নিয়েছে, সাদাকে- সাদা,কালোকে-কালো, ভালকে-ভাল, মন্দকে-মন্দ বলতে যদি এতই ভয়, তবে নিজেকে পশু পরিচয় দিতে ভয় কোথায়? গ্রাফ পেপারে নিজের সারাদিন বলা মিথ্যে গুলোকে ছকে আঁকা হলে যে উর্দ্ধমুখী ঢাল পা্ওয়া যাবে, যার উৎপত্তি বিন্দুর স্থানাঙ্ক হবে কেমন আছ? ! “ভাল আছি”(মিথ্যে কথা)”

    ReplyDelete
  2. absolutely right u r.............

    ReplyDelete