Search This Blog

Friday, April 17, 2015

মাস দুয়েক আগের লেখা

আপনার পূণ:পৌনিক মৃত্যু আমার একখান কবিতাময় শরীর ছিল, যা আমায় ছেড়ে গিয়েছে আর একখান বুক ছিল যেখানে এখনো তোমার স্মতি আমি উঠতে পারতাম; বলতে পারতাম; কিন্তু কার জন্য!? আমি চিৎকার করতে পারতাম; কিন্তু কার জন্য চিৎকারটা দিব!? প্রেম, বন্ধু, এসব আমার থেকে দূরে ঠেলে দিয়েছিলাম আর রাখবোই বা কার জন্য!? আমার মনের ইচ্ছায় আমি জেগে উঠতে পারতাম বা আবার ফিরে আসতেও পারতাম কিন্তু, শালা এখন তোকে কে“এই যে” বলে ডাকবে!? পেয়ে গেছিস একজনকে না? ধুৎত্ত্যরি মেয়েটি; যে বসেছিল; দাঁড়িয়েছিল; আমার পাশে, খোদার কসম আমি তাকে ওভাবে চিনতাম না আসলে দূরে থাকাতেই সুখ মরে যাওয়াতেই শান্তি পাই তার থেকে কিন্তু আমি উঠব কোন একদিন ওই পাহাড় চূড়ায় ছুটে চলার জন্য আবার কোন সুন্দরীর প্রেমে পড়ার জন্য............ (ছাত্রাবাস; প্রহর: রাত-০১:০৫,২৬/০২/২০১৫খ্রী:)


No comments:

Post a Comment