প্রাণিবিদ্যার পুণ:রাবিষ্কার
আমাদের গ্রহের অন্যান্য প্রানী বিশেষ করে স্তন্যপায়ী থেকে মানুষ একটু আলাদা একটি মাত্র কারনে। এছাড়া অন্য যেকোন প্রানী থেকে তাকে সহজে আলাদা করা যায় না। অন্যান্য সকল প্রাইমেটদের মতোই আমাদের হাত, পা, মুষ্ঠিবদ্ধ করার ক্ষমতা, লোমাবৃত দেহ কাঠামো, ভ্রুণের পরিষ্ফুটন,কাম, প্রেম, সংসার, সন্তান জন্ম, বার্ধক্য, মৃত্যু ইত্যাদি প্রায় কাছাকাছি ভাবে মিলে যায়। কিন্তু একটি জায়গায় বিস্তর ফারাক, তা হলো অন্য সকল স্তন্যপায়ীরা সন্তান জন্মদেয় এবং অপত্য লালন করে থাকে এবং তাদের শিশু বড় হলে স্বাধীন ভাবে নাওয়া- খাওয়া করতে পারে। ঠিক একই ভাবে মানুষের বেলাও তাই ঘটে। কিন্তু সন্তান বড় হলে কেবল মানুষ্য প্রজাতীই তাদের পিতা-মাতাকে তাঁদের বার্ধক্যকালে নিজ সন্তানের মতো লালন পালন করে যা অন্য কোন স্তন্যপায়ী/ প্রাইমেট দের বেলায় দেখা যায় না। অন্য সকল প্রজাতীই তাদের সন্তানদের কাছ থেকে তেমনটি পায় না যা মানুষ্য নামক প্রানী পেয়ে থাকে। বিষয়টি আমার কাছে পুণ:রাবিষ্কারের মতোই লাগলো বলে শেয়ার করলাম!
আমাদের গ্রহের অন্যান্য প্রানী বিশেষ করে স্তন্যপায়ী থেকে মানুষ একটু আলাদা একটি মাত্র কারনে। এছাড়া অন্য যেকোন প্রানী থেকে তাকে সহজে আলাদা করা যায় না। অন্যান্য সকল প্রাইমেটদের মতোই আমাদের হাত, পা, মুষ্ঠিবদ্ধ করার ক্ষমতা, লোমাবৃত দেহ কাঠামো, ভ্রুণের পরিষ্ফুটন,কাম, প্রেম, সংসার, সন্তান জন্ম, বার্ধক্য, মৃত্যু ইত্যাদি প্রায় কাছাকাছি ভাবে মিলে যায়। কিন্তু একটি জায়গায় বিস্তর ফারাক, তা হলো অন্য সকল স্তন্যপায়ীরা সন্তান জন্মদেয় এবং অপত্য লালন করে থাকে এবং তাদের শিশু বড় হলে স্বাধীন ভাবে নাওয়া- খাওয়া করতে পারে। ঠিক একই ভাবে মানুষের বেলাও তাই ঘটে। কিন্তু সন্তান বড় হলে কেবল মানুষ্য প্রজাতীই তাদের পিতা-মাতাকে তাঁদের বার্ধক্যকালে নিজ সন্তানের মতো লালন পালন করে যা অন্য কোন স্তন্যপায়ী/ প্রাইমেট দের বেলায় দেখা যায় না। অন্য সকল প্রজাতীই তাদের সন্তানদের কাছ থেকে তেমনটি পায় না যা মানুষ্য নামক প্রানী পেয়ে থাকে। বিষয়টি আমার কাছে পুণ:রাবিষ্কারের মতোই লাগলো বলে শেয়ার করলাম!
No comments:
Post a Comment